খাওয়ার স্যালাইন তৈরির ঘরোয়া পদ্ধতি

আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন খাওয়ার স্যালাইন তৈরির ঘরোয়া পদ্ধতি এর ৪ টি উত্তর নিচে দেয়া হলঃ-

উত্তর(১):- একটি পরিষ্কার পাত্রে ৫০০মি.মি নিরাপদ পানি নিয়ে তাতে এক চিমটি লবণ ও এক মুঠো চিনি দিয়ে একটি চামচ দিয়ে নেড়ে ভালভাবে মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা হয়। ঘরোয়া স্যালাইন ৬ ঘন্টার বেশি খাওয়া যাবে না।

উত্তর(২):- ১চিমটি লবণ, ১মুট গুড়, ২গ্লাস পানি এক সাথে মিশিয়ে বানাতে হয়।

উত্তর(৩):- ১/২ লিটার পানিতে ১ মুটো গুড় এবং ১ চিমটি লবন মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা হয়

উত্তর(৪):- একটি পরিষ্কার পাত্রে ৫০০মি.মি নিরাপদ পানি নিয়ে তাতে এক চিমটি লবণ ও এক মুঠো চিনি দিয়ে একটি চামচ দিয়ে নেড়ে ভালভাবে মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা হয়। ঘরোয়া স্যালাইন ৬ ঘন্টার বেশি খাওয়া যাবে না।

সম্পর্কিত প্রশ্ন

প্রশ্ন: আপনার জেলার মানুষের দশটি জীবনধারণ পদ্ধতি

প্রশ্ন: কোন পণ্য বা সেবা প্রচারের দশটি পদ্ধতি

প্রশ্ন: প্রাকৃতিকভাবে রূপচর্চা করার দশটি ঘরোয়া পদ্ধতি

স্বত্ব © ২০২১ - ২০২৪ ডিজিটাল আর্ন বিডি